কুমিল্লার চৌদ্দগ্রামের ধনমুড়ি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী বাহার মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ধনমুড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ বাহার মিয়াকে আটক করা হয়।
আটককৃত বাহার মিয়া পাশ্ববর্তী চাঁন্দকরা গ্রামের শফিকুর রহমানের পুত্র।
এছাড়া সীমান্ত এলাকা থেকে গরু মোটাতাজাকরণের ৩০ হাজার ষ্টেরয়েড ট্যাবলেট, হুইস্কি ৫০ বোতল, বিয়ার ২৫ বোতল, গাঁজা ১ কেজি ও বিস্কুট ২৮৮ প্যাকেট জব্দ করা হয়। বুধবার বিকেলে পণ্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ধনমুড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ বাহার মিয়াকে আটক করা হয়। বুধবার ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে তাকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল