সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকায় বাস চাপায় সৈয়দ পারভেজ আহমদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার দুপুর ১২টার দিকে দাউদপুরস্থ তারানা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ দাউদপুর এলাকার সৈয়দ রানা আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ সিলেট শহর থেকে মোটরাসাইকেল করে বাড়ি ফিরছিলেন। দাউদপুরে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তোজিত জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এসময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার সহকারি কমিশনার মুস্তাফিজুর রহমান বলেন- দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে ৪১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন