সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে মানিক মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন দত্ত।
মানিক মিয়া কুচাই ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।
জানা যায়, মানিক মিয়া পশ্চিমভাগ আবাসিক এলাকায় শাহাব উদ্দিনের কলোনিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সকালে তার ঘুম থেকে ওঠতে দেরি দেখে জানালা দিয়ে দেখতে পান ঘরের ফ্যানের সাথে মানিক মিয়ার লাশ ঝুলছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন দত্ত জানান, মানিক মিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব