বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে এক ইউপি সদস্যকে স্ব-পরিবারে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় একই পরিবারের ৫জন প্রাণে রক্ষা পেয়েছে।
মঙ্গলবার মধ্য রাতে উপজেলার পিরব ইউনিয়নের সিহালি কসাইপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পিরব ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, ইউপি সদস্য আবুল কাশেম রাতে প্রতি দিনের মতো পরিবার-পরিজনদের নিয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের কোনো এসময় দুর্বৃত্তরা আবুল কাশেম ও তার ছেলের ঘরের শিকল তুলে দিয়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে দুটি ঘরে আগুল ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। রাতে হঠাৎ প্রতিবেশি বুলু মিয়া আগুন লাগার বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে গ্রামের মানুষজন ছুটে এসে আবুল কাশেম, তার পিতা হযরত আলী, ছেলে স্কুলছাত্র ছায়েদ হাসান আদর, নূর আলম, বড় ভাই বুলু মিয়াকে শিকল খুলে ঘর থেকে বের করে আনেন। আগুন লাগায় তার বাড়ির আসবাবপত্র ও পাশে মুরগির খামারসহ দুই লাখ টাকার পণ্য পুড়ে যায়। রাত ৩টার দিকে গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।