বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে আব্দুস সাত্তার নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন ।
বুধবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন জানান, ঢাকাগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক উক্তস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যান। এ ঘটনায় অটোরিকসার যাত্রী আব্দুস সাত্তারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৫), মেয়ে জীম (৯), সুলতানা খাতুন (২৩) ও অটোরিকসার চালক অজ্ঞাতনামা (২৮) আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।