ফরিদপুরের চরভদ্রাসনে মডেল কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রয়াত তিন গুণীজনকে বিশেষ সম্মান প্রদর্শন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আগত অতিথিবৃন্দ।
বুধবার সকালে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) পারভেজ চৌধুরী, ইউআরডিও কামরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, আবুল কালাম, মোজাহার হোসেন মোল্যা, মোশারফ হেসেন, পিয়ারা বেগম, হারুন তালুকদার প্রমুখ।
স্কুলের প্রিন্সিপাল সুদীপ্ত ভট্টাচার্য এর সভাপতিত্বে মো. জাফর হোসেনের উপস্থাপনায় খেলা শুরুর আগে মুক্তিযুদ্ধ ও শিক্ষাখাতে অসামান্য অবদান রাখার জন্য চরভদ্রাসনের প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার জালালুদ্দীন আহমেদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন ও চরভদ্রাসন সরকারী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আজাহারুল হককে সম্মান প্রদর্শনের লক্ষ্যে এক মনোমুগ্ধকর প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিনিধিদের “কালার ব্যাচ” পরিয়ে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে প্রতিনিধিরা ক্ষুদে কাব স্কাউটের হাতে পতাকা তুলে দেন, যা নিয়ে তারা মাঠ প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে এ জি এম বাদল আমীন বলেন, “চরভদ্রাসেনে এই প্রথম ব্যতিক্রম ভাবে গুণীদের সম্মান প্রদর্শন করে দৃষ্টান্ত স্থাপন করল কোন স্কুল। যা অনুকরণীয় উৎসাহ পূর্ণ হয়ে থাকবে।”
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/আলী আজম/মাহবুব