ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার আগের দিন ৩২ জন এসএসসি পরিক্ষার্থী প্রবশপত্র না পেয়ে গফরগাঁও থানায় বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।
বুধবার বিকেলে তারা বিক্ষোভ করে। পরে ওসি একেএম মাহবুব আলম বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে প্রবেশ প্রত্র ও পরীক্ষা ব্যাবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় তারা।
জানা যায়, ২০১৭ সালের এসএসসি পরিক্ষার জন্য ২৯জন নিয়মিত ও ৩জন অনিয়মিত শিক্ষার্থী র্নিধারীত সময়ে পরিক্ষার ফি জমা দেয়। কিন্তু পরীক্ষার আগের দিন বুধবার পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশ প্রত্র হাতে পায়নি। শিক্ষার্থীরা বিদ্যালয়ে বার বার গিয়েও প্রবেশ পত্র না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলে গফরগাঁও থানায় প্রবেশ প্রত্রের জন্য বিক্ষোভ করে এবং প্রধান শিক্ষকের বিচার দাবি করে।
প্রধান শিক্ষক মারুফ আহম্মেদ বলেন, র্বোড কতৃপক্ষ আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তালিকা ডিলিট করে ফেলেছে এজন্য প্রবেশ প্রত্র হয়নি। আমি ঢাকায় আছি রাতে ফিরে সকালে প্রবেশ প্রত্র দেওয়া হবে।