লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোল্লারহাট এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় মো. রুবেল (৩০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত সিএনজি চালক উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের আবুল হাসানের ছেলে। আহত ৩ জন ইকবাল (১৮), রিংকু (২৬) ও শাহীনকে (৩০) বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহীনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার লক্ষ্মীপুরে যাওয়ার পথে মোল্লারহাট এলাকায় গেলে সামনের দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে চালকসহ সিএনজিটি পাশের খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন সিএনজি চালককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব