সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিল থেকে অজ্ঞাতনামা (২২) এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে পুলিশ উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের পাশে আঠারো পাইকা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান, দুপুরের দিকে আঠারো পাইকা বিলে ওই তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।