বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বেতছড়াঝিরি এলাকা থেকে রবিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত গ্রাম প্রধান মংশৈথুইকে উদ্ধার করেছে।
রোয়াংছড়ি থানার পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় নোয়াপতং ইউনিয়নের বাগমারা ভেতর পাড়া থেকে গ্রামপ্রধান ও আওয়ামী লীগ নেতা মংশৈথুই মারমাকে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে জংগলে নিয়ে যায়। তাকে বেধড়ক মারপিট করা হয়। অপহরণের সংবাদ পাওয়া মাত্রই সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামেন। ৫/৬টি উদ্ধার দল মাঠে কাজ করে। ফলে সন্ত্রাসীরা বাধ্য হয়ে মংশৈথুইকে ফেলে পালিয়ে যায়।
রবিবার ভোর ৬টায় বেতছড়ার ঝিরি এলাকা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেভাজন ২ জনকে পুলিশ গ্রেফতার করে গত শনিবার ভোর রাতে।
রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান চলামং মারমা জানান, অপহৃত গ্রামপ্রধান উদ্ধার হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি ঘোষিত সকাল-সন্ধ্যার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম