পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই বছরের জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো. নজরুল তালুকদারের ছেলে সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজান অনেক খোঁজাখুজির নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।