দিনাজপুরের পার্বতীপুরে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মোস্তাকিম বাবু (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর বাজারের মোরসালিন রহমানের ছেলে।
গত শনিবার রাতে উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর রায়পাড়া গ্রামের পুজা মন্ডপে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার মন্দিরের সেবায়েত রামলাল রায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
রবিবার দুপুরে দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান চক্রবর্তী, পার্বতীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সচীন্দ্রনাথ শাহা, সহ-সভাপতি কৈলাস প্রসাদ সোনার, মানবাধিকার সংস্থা এইচ আর সি বি এস এর দিনাজপুর চেপ্টার সম্পাদক উত্তম কুমার প্রমুখ ক্ষতিগ্রস্ত পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, হামলাকারীরা স্থানীয় বখাটে যুবক। এঘটনায় জড়িত অভিযোগে একজনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় হাবড়া ইউনিয়নের পিরোজপুর রায়পাড়া গ্রামে মনসা পূজার আয়োজন করা হয়। পূজাকে ঘিরে মেলাও বসে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কতিপয় যুবক মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল