বঙ্গবন্ধুর ভাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র ছেলে শেখ সারহার নাসের তন্ময় বলেছেন, 'শুধু জয় বাংলা শ্লোগান দিলেই বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হওয়া যায় না। বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে ভোগ-বিলাশ ভুলে দেশ ও জনগণের উন্নয়নে নিজেকে উজার করে দিলেই বঙ্গবন্ধুর আর্দশের প্রকৃত সৈনিক হওয়া যায়।' রবিবার বিকালে বাগেরহাট শহরের পুরাতন রেল স্টেশন চত্তরে জেলা আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি’র সভাপিতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, আওয়মী লীগ নেতা পৌর মেয়র খান হাবিবুর রহমান, নকিব নজিবুল হক নজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপকি এইচ এম বদিউজ্জামান সোহাগ, তালুকদার আব্দুল বাকি, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, খান আবু বক্কর, মীর জায়েসি আশরাফি জেমস, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল