যশোরের শার্শায় ছাত্রলীগ কর্মী বিপ্লব হোসেনকে (২০) পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এ মামলা দায়ের করেন বলে জানান শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন।
উপজেলা ছাত্রলীগের সদস্য বিপ্লব শার্শার উলাশি ইউনিয়নের জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নাভরণ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এসআই মুরাদ হোসেন জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শার্শার জিরেনগাছা গ্রামের ইউপি সদস্য হাসান মেম্বারকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
এর আগে, শনিবার দিবাগত রাতে বিপ্লব হোসেনকে(২০) পিটিয়ে হত্যা করা হয়। পরে যশোর-বেনাপোল মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব