চট্টগ্রামের মিরসরাইয়ে উৎফল মজুমদার (৩০) নামে এক আওয়ামী লীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার মস্তানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উৎপল উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল