কুমিল্লার লাকসামে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। নিহত ওই ছাত্রলীগ নেতা লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার নাম রবিউল হোসেন (২১)। তিনি স্থানীয় গন্ডামার এলাকার আবুল কাশেমের ছেলে। রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসামের গন্ডামারায় রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে পুলিশের এসআই সাজিদ জানান, ঘটনার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গন্ডামারা রেলক্রসিং অতিক্রম করার সময় মোটরসাইকেল নিয়ে পারাপার হওয়ার সময় ওই ছাত্রলীগ নেতা দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলে মারা যান।
লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান জানান, ওই রেলক্রসিংটি অরক্ষিত ছিল। নিহত ওই ছাত্রলীগ নেতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র ছিলেন।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল