যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ কর্মী বিপ্লব (২০) হত্যা মামলার আসামি রাজুকে (২৩) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজিরবেড় গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউণ্ড গুলিসহ তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। রাজু মাটিপুকুর গ্রামের মিয়াজ উদ্দিনের (নেদা) ছেলে।
পুলিশ জানায়, দলীয় কোন্দলের জের ধরে গত ১১ ফেব্রুয়ারি রাতে শার্শায় ছাত্রলীগ কর্মী বিপ্লবকে পিটিয়ে হত্যা করে একটি পক্ষ। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন বিপ্লবের বাবা নজরুল ইসলাম।রবিবার ওই এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে রাজুকে যশোর আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা