বেনাপোল ইউনিয়নের রাজবাড়ি গ্রাম থেকে অস্ত্রসহ সেকেন্দার (৩২) নামে একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউণ্ড গুলিসহ ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশ। সেকেন্দার বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের কালুর মিয়ার ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, গ্রেফতার ওই সন্ত্রাসীর বিরুদ্ধে পোর্ট থানায় নারাণপুরের প্রিন্স হত্যা ও পেচোর বাওড়ে এক যুবককে গলাকেটে হত্যার মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা