মুন্সীগঞ্জে ২২ মামলার আসামি শাহজালাল মিজি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ-রুহিতপুর এলাকা পারুলপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে শাহজালাল মিজিকে শহরের দক্ষিণ কোর্টগাঁওয়ের লিচুতলা থেকে আটক করে পুলিশ।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, শাহজালাল মিজিকে আটকের পর রবিবার রাত ২টার দিকে থানা ও ডিবি পুলিশ শাহজালাল মিজিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন। তার তথ্য মতে, পুলিশ পারুলপাড়া এলাকায় পৌঁছালে শাহজালালের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গোলাগুলির ফাঁকে শাহজালাল পুলিশ ভ্যান থেকে লাফ দেয়। এসময় শাহজালাল মিজি গুলিবিদ্ধ হয়। গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার ভোররাত ৪টার দিকে শাহজালাল মিজিকে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শাহজালালের বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, মাদক ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব