সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলে র্যাবের সঙ্গে দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুলিশ ২ দস্যুকে আটক করেছে।
সোমবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সুন্দরবনে র্যাবের একটি অভিযান হয়েছে। র্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ মুহূর্তে এর থেকে বেশিকিছু জানাতে পারছি না।
অন্যদিকে, র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আটকদের শ্যামনগর থানায় নিয়ে আসা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব