বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন বসন্ত উৎসব পালন করেছে।
সকালে সরকারী নুরুন্নাহার মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে প্রতিবছরের ন্যায় শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে দিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
একই সময় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক সংসদ। এছাড়া সরকারী কেসি কলেজ, অংকুর নাট্য একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করছে।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫