গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সোমবার দুপুরে পুস্পস্তবক অর্পণ করে তার জাতির জনকের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সে সময় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী, সহ-সভাপতি মোল্লা আসাদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, যুগ্ম-সাধারন সম্পাদক তাসবিরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর এইচ নান্নু, মো: আমিনুল হাসান শাহীন, আশরারুল হক লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬