জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন ও শিশুদের মনোজ্ঞ পরিবেশনা এবং বসন্ত বন্দনার মধ্য দিয়ে নেত্রকোনায় ২১তম বসন্তকালীন সাহিত্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের মোক্তারপাড়া বকুলতলা গণগ্রন্থাগার চত্বরে সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান আফজালুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, গাজী মোজাম্মেল হোসেন টুকু, তাহেজা বেগম, নাজনীন সুলতানা সুইটি, সরোজ মোস্তফা, কবি এনামুল হক পলাশ, তানভীর জাহান চৌধুরী ও সাইফুল্লা এমরান প্রমুখ।
পরে বকুলতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় ফিরে আসে। উৎসবকে ঘিরে সাংস্কৃতিক, সামজিক ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বকুলতলা চত্বর। কবি, সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয় উৎসবস্থল।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা