ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। কোকিলের কুহু ডাক আর গাছে গাছে রক্ত পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতিতে বসন্তের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে ঋতুরাজ। ফুলেল বসন, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতা বয়ে আনার বসন্ত আর আনন্দ, উছ্বাস ও উদ্বেলতায় মন-প্রাণ কেড়ে নেওয়ার প্রথম দিন।
প্রকৃতিকে রাঙিয়ে আজ ঋতুরাজের রাজসিক আগমন ঘটেছে বাঙালির জীবনে। আর এই দিনটিকে বরণ করে নিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। আজ সকাল থেকে গানের সুরে, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে উঠে পুরো ক্যম্পাস। এ সময় প্রতিবছর বসন্ত বরণ অনুষ্ঠানের দাবী জানান শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, "ঋতু পরিবর্তনের সাথে সাথে সকল কিছুর পরিবর্তন হয়। বসন্ত বরণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে হিংসা ও ক্লেশ মুক্ত। এতে করে জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে কেউ পরিচিতি পাবে না।"
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, "এ ধরণের সকল আয়োজনে পাশে থাকবে প্রশাসন।"
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯