সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দু'বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বেলা দেড়টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্ত থেকে এই দু'জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, মাগুরা জেলার কিশোর বিশ্বাস (৩৫) ও পংকজ শীল (৩২)। আটক দু'জনকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, সোমবার বেলা দেড়টার দিকে তারা দুইজন মুড়হুদার মুন্সীপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের ৭ সাব পিলারের কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির টহলদল তাদের দু'জনকে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্ত এলাকায় এসে তারা দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের সরদারপাড়ার মৃত বকস মল্লিকের ছেলে হিসাব মল্লিকের বাড়িতে আশ্রয় নেয় এবং হিসাব মল্লিকের সহযোগিতা নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।
এ ঘটনায় মুন্সীপুর বিজিবির নায়েক সরোয়ার হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক হিসেবে হিসাব মল্লিককেও আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার