বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সিংহের সিমলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাহেব আলী (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে এবং পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে উল্লেখিত গ্রামের সাহেব আলী ও আবু সাঈদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলায় শেরপুর থানার এসআই জোহা ফোর্স নিয়ে আসামি ধরতে যায়। এ সময় বাদী আবু সাঈদ ও তার দুই ছেলে শাহীনুর ও আমিনুর আসামি সাহেব আলীকে ধাওয়া করে ধরে পিটাতে পিটাতে ফুলজোড় নদীর (বাঙ্গালী) পানিতে ডুবিয়ে হত্যা করে। পরবর্তীতে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ার শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ