রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য ভ’মি অধিগ্রহণ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে, হ্যাচারী এলাকার স্থানীয় ভূমি রক্ষা কমিটি।
সোমবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুর নিয়ে শহরের হ্যাচারী এলাকার স্থানীয় নারী-পুরুথ অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, হ্যাচারী এলাকার ভূমি রক্ষা কমিটির আহবায়ক ভূবসেশ্বর চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, স্থানীয় এলাকাবাসী মিতু চাকমা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের নামে স্থানদের উচ্ছেদ করা হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজ্জারুল মান্নান মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন হ্যাচারী এলাকার স্থানীয় ভূমি রক্ষা কমিটি।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৩