বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে প্রতিপক্ষের হামলায় খোকন মিয়া (২২) নামে এক জেলে নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জেলে খোকন ওই উপজেলার শ্রীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এই ঘটনায় আলম রাড়ি ও ছালাম রাড়ি নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান জানান, কালাবদর নদীতে জাল পাতা নিয়ে দুইদল জেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত খোকনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার