চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ী গ্রামের মাঠ থেকে আজাবুল ইসলাম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে সোমবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত আজাবুল শৈলগাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানায় পুলিশ।
চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম জানান, নিহত আজাবুল চারদিন আগে থেকে নিখোঁজ ছিল। সোমবার বেলা ১টার দিকে গ্রামের কৃষকরা মাঠের মধ্যে আজাবুলের লাশ দেখে পুলিশে খবর দেয়।
সহকারি পুলিশ সুপার আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আজাবুল মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কী কারনে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ