চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সাংসদ আলহাজ্ব লতিফুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মোট পাঁচটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর মধ্যে দুইটি মামলায় জামিন আবেদন মঞ্জুর হলেও তিনটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ