মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত একটি ট্রাক পিছন থেকে অপর একটি শ্রমিক বহনকারী ট্রাককে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে খলিল উদ্দিন (২২) নামে এক শ্রমিক মারা যান। নিহত খলিল জামালপুর জেলার শরিষাবাড়ী উপজেলার জগন্নাতপুর ইউনিয়নের স্থল গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ নিহতের লাশ উদ্ধার করে।
আহতরা কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ