গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় আজ দুপুরে তাজমুল ইসলাম (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত তাজমুল ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা যায়। আত্মহত্যার কারণ জানা যায়নি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার