মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর গ্রামে দৈনিক ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে মরহুমের নামাজে জানাজায় মাদারীপুর, শরীয়তপুর ও শিবচর উপজেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় মরহুমের ছেলে-বেলার খেলার সঙ্গী, রাজনৈতিক সহচর এবং অগনিত নারী পুরুষ মরহুমের কফিনের পাশে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
স্থানীয় প্রশাসনের পক্ষে থেকে শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ, শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও শিবচর প্রেসক্লাবের সভাপতি একে এম নাসিরুল হক ও সাধারণ সম্পাদক প্রদ্যূত সরকারের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ মরহুমের কফিনে ফুলের তোড়া দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসনকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল