বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়ায় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সেই নারীর নাম রওশনা (৩২)।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রওশনা ওই এলাকার আক্তার হোসেনের স্ত্রী। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "খবর পেয়ে ঘর থেকে রওশনার মরদেহ উদ্ধার করা হয়। তবে বাইরে থেকে ঘরের দরজা তালাবদ্ধ ছিলো। এটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।"
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫