পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ী গোপালপুর এলাকার তার নিজ বাড়ি থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম ওরফে নুরুলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগতরাতে তাকে গ্রেফতার করা হয়। নুরুল গোপালপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকার নুরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ১ ডিসেম্বর আটঘরিয়ায় থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরুল।"
আনোয়ারুল ইসলাম আরও বলেন, "সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের পরে তাকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।"
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৫