গাজীপুর সদর উপজেলার ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র অনুযায়ী তার নাম খোকন চন্দ্র চক্রবর্তী (৩৫)। তার বাড়ী কিশোরগঞ্জের হোসেনপুর থানার দক্ষিণ মাদখোলা এলাকায়। বাবার নাম সূর্য কুমার চক্রবর্তী।
স্থানীয়রা জানান, ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়। লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল