গোপালগঞ্জ সদরের চেচানিয়াকান্দি এলাকায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে সকালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাটি ফাঁকা পেয়ে কে বা কারা তাকে হত্যা করে পালিয়েছে বলেও ধারণা করছেন তিনি।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম