“নারী-পুরুষ সমতার উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে এক ব্যতিক্রমী সাইকেল র্যালি বের করেছে স্কুলের ছাত্রীরা। বুধবার ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদের উদ্যোগে এ সাইকেল র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বড় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ১ হাজার বাইসাইকেল নিয়ে ছাত্রীরা অংশ নেয়।
এদিকে, জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে স্কুলের শিক্ষার্থী, এনজিও কর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদি দেবী আগারওয়ালা, সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধূরী, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাংবাদিক মনসুর আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল