সাতক্ষীরার স্থানীয় দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক সেলিমের উপর বর্বোচিত হামলার প্রতিবাদ ও হামলকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, অসীম চক্রবর্তী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগরদাড়ি ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে সারকারি জমি দখল করে ঘর নির্মানসহ বিভিন্ন অনিময়ের রির্পোট প্রকাশ করায় ইউপি সদস্য ও তার পেটুয়া বাহিনী সেলিমের উপর হামলা করে মারাত্মক জখম করে।
বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বক্তারা অভিলম্বে ইউপি সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল