কিশোরগঞ্জে কৃষক দুলাল মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার সকালে তাড়াইল থেকে কয়েকশ নারী পুরুষ কিশোরগঞ্জে এসে বিক্ষোভ ও মানববন্ধন করেন। শহরের কালীবাড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাড়াইল উপজেলার জটারকান্দা গ্রামের কৃষক দুলাল মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে গত ২ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা গ্রামের যুবলীগ নেতা সোহরাব ও ছোট মিয়াসহ কয়েকজন মিলে কুপিয়ে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় ৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে মারা যান দুলাল মিয়া।
ঘটনার প্রায় এক মাস পরও কোনো আসামী গ্রেফতার হয়নি। আসামীরা নিহত দুলালের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও জানান দুলালের পরিবারের সদস্যরা। তারা 'চিহ্নিত আসামী যুবলীগ নেতা সোহরাব ও ছোট মিয়াসহ সকল আসামীকে' অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্দনে বক্তব্য দেন নিহত দুলালের ছেলে বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা ফয়েজ ওমান খান, নূর খান রিমন, বিল্লাল হোসেন বিপ্লব, আবু কালাম প্রমুখ।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৭/ফারজানা