সাতক্ষীরায় ট্রাক চাপায় সাব্বির হোসেন (১২) নামে এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিহত হয়েছে। এ সময় ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কলারোয়া উপজেলার কেরালগাতা ইউনিয়নের সিংগা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন কলারোয়া উপজেলার দরবাশা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। আটক ড্রাইভার দিকরা উপজেলার আবদুল বারীর ছেলে আব্দুল রউফ (৫০)
কলারোয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাদাদুল হক শেখ জানান, সাব্বির হোসেন সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সকালে স্কুলে যাওয়ার পথে সিংগা বাজারে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় এলকাবাসি ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করে থানায় সোপার্দ করেছে।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল