নেত্রকোনার মোহনগঞ্জ সামাইকোনা গ্রাম থেকে এক অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, উপজেলার বড়তলী বানিহারি ইউপির কলুংকা সামইকোনা গ্রামে সুপারী গাছে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা অধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল