সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় বলাৎকারের শিকার শিশু হাসানের (৮) অবস্থা অশংকাজনক। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রথমে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অভিযোগ পেয়ে রাতেই অভিযানে নামে পুলিশ। ওইদিন রাত তিনটায় অভিযুক্ত আব্দুর রহমানকে (৩৫) গ্রেফতার করেন ফেঞ্চুগঞ্জ থানার এসআই আব্দুস সালাম মিয়া।
হাসানের মামা হেলাল মিয়া বলেন, এখন পর্যন্ত হাসানের প্রস্রাব পায়খানা হচ্ছে না। রক্তপাত হচ্ছে। আজ ডাক্তার আসার পর বিস্তারিত বোঝা যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ