জনসচেতনতা বৃদ্ধি ও কর্মীদের দক্ষতা বাড়াতে ঝিনাইদহে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে দেখানো হয় ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় তাৎক্ষণিকভাবে করণীয় বিভিন্ন বিষয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার বিভিন্ন পদ্ধতি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় জেলা প্রশাসন, সরকারী অফিসের কর্মকর্তাসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
'দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন' এ শ্লোগানে আগামী ১০ মার্চ উদযাপন করা হবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল