শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ জনি (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
গড়কান্দা মহল্লার মুকুল মিয়ার ছেলে জনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার মো. হায়াতুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গড়কান্দা মসজিদের পিছনের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে জনিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫), তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম