সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের চাপায় সাব্বির হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সিংগা-সোনাবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন স্থানীয় দরবাসা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে সাব্বির বাই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। এসময় বালুবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সাব্বির রাস্তার উপর পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে উঠে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাবাসী ট্রাক চালক যশোর জেলার ঝিকরগাছা গ্রামের আবদুল বারীর ছেলে আব্দুল রউফকে (৫০) আটক করে থানা পুলিশে হস্তান্তর করে।
ট্রাক চালক জানায়, এক লেনের গ্রামীণ রাস্তায় পেছন থেকে হর্ন বাজানোর সাথে সাথে ছাত্রটি সাইকেল থেকে নামার চেষ্টাকালে ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় সে ব্রেক করলেও তা কাজে আসেনি।
কলারোয় থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাদাদুল হক শেখ ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকসহ তার চালককে আটক করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৭/মাহবুব