বরিশালে ৫০২ পিস ইয়াবাসহ ফরিদ সরদার নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮। মঙ্গলবার রাতে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। ফরিদ গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের হবিচ সরদারের ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব। ফরিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাইকরী ও খুচরা ইয়াবা বিক্রয় করে আসছিলো বলে জানিয়েছে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/হিমেল