সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুর রউফ গাজীকে (৫০) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে তিনটার সময় গাবুরা ইউনিয়ন থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয় বলে জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
আবদুর রউফ পদ্মপুকুর ইউনিয়নের পূর্ব পাতখালি গ্রামের বাসিন্দা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাবুরা থেকে পদ্মপুকুর ইউনিয়নের জামায়াতের আমির গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৭/মাহবুব