খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রেমিকের অপমান সইতে না পেরে নারী দিবসের দিন কলেজ ছাত্রী আরিফা বেগম (১৮) গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করে।
বুধবার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে এ ঘটনা ঘটে। আরিফা মাটিরাঙ্গা তবলছড়ি গ্রীনহিল কলেজের ১ম বর্ষের ছাত্রী।
জানা গেছে, একই কলেজের ছাত্র মো: হুসাইন (১৯) এর সাথে আরিফার প্রেমের সম্পর্ক ছিলো। গত ৭ মার্চ কলেজে দুজনের মধ্যে ঝগড়া হয়। এখানে অপমানিত হয় আরিফা।
অপমান সইতে না পেরে তাইন্দং মাইজপাড়া নিজবাড়ীর কাঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরিফা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
মাটিরাঙা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেয়ের বড় ভাই আমানুর মাটিরাঙ্গা থানায় মামলা করেছে। প্রেমিক মো: হুসাইনকে ধরার জন্য পুলিশ মাঠে নেমেছে।