‘শিশু বিবাহ বন্ধ করি-সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগান বাস্তবায়নে এবং শিশু বিবাহ বন্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কিশোর-কিশোরীদের সমন্বয়ে বুধবার সিরাজগঞ্জের তাড়াশে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ্যাকশন এইড ও কুইনস ইয়ং লিডারের সহযোগিতায় বেসরকারী সংস্থার ডিডিপি আয়োজনে ছায়াপরি প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এ খেলার আয়োজন করা হয়।
যুব ফোরামের সদস্য কিশোরী স্বর্ণ বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আমিনুল ইসলাম, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মনসুর উদ্দিন, এ্যাকশন এইডের এ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মৌশান ফাতেমা ও ডিডিপির পরিচালক কাজী সোহেল রানা।